/anm-bengali/media/media_files/1000061381.jpg)
নিজস্ব সংবাদদাতা: বরানগর থানা এলাকার এক গৃহবধূর অভিযোগে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, তদন্তের নামে তাঁকে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে শারীরিক অত্যাচার করেছে এক এএসআই। শুধু তাই নয়, নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করার পর তাঁকে ধর্ষণ করা হয়েছে বলেও দাবি গৃহবধূর।
রবিবার বরানগর থানায় এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার বিষয়টি সামনে আসতেই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মীর নাম সঞ্জীব সেন। অভিযোগ অনুযায়ী, তিনি বরানগর থানায় কর্মরত থাকার সময় থেকেই এই অত্যাচার চালিয়েছেন। বর্তমানে তিনি পুরুলিয়া পুলিশ লাইনে পোস্টেড বলে জানা গেছে।
গৃহবধূর অভিযোগ, ২০১৮ সালের ১০ আগস্ট তিনি স্বামীর বিরুদ্ধে বধূনির্যাতনের লিখিত অভিযোগ করতে বরানগর থানায় গিয়েছিলেন। তখন কর্তব্যরত ছিলেন এএসআই সঞ্জীব সেন। অভিযোগপত্র নেওয়ার পর থেকেই সঞ্জীব নাকি তদন্তের অছিলায় তাঁকে বারবার ফোন করতে থাকেন। কখনও থানায় ডাকা, কখনও আবার হঠাৎ বাড়িতে উপস্থিত হওয়া— সবই ছিল তদন্তের নামে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/24/rape-2025-08-24-10-20-31.jpg)
গৃহবধূ দাবি করেছেন, একদিন সঞ্জীব তাঁর বাড়িতে এসে ঠান্ডা পানীয় খাওয়ার জন্য জোর করেন। পানীয়তে নেশাজাতীয় কিছু ছিল বলে তাঁর সন্দেহ, কারণ তা খাওয়ার পরই তিনি অচেতন হয়ে পড়েন। যখন তাঁর জ্ঞান ফেরে, তিনি দেখেন তিনি বিবস্ত্র অবস্থায় শুয়ে আছেন এবং নিজের সঙ্গে “অপরাধ ঘটেছে” বুঝতে পারেন।
অভিযোগ আরও গুরুতর— ওই ঘটনার পর সঞ্জীব নাকি তাঁকে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেন এবং এরপরও ব্ল্যাকমেল করে বহুবার শারীরিক অত্যাচার চালান।
এই অভিযোগ সামনে আসতেই পুলিশ বিভাগে উত্তেজনা ছড়িয়েছে। বরানগর থানা অভিযোগ তদন্তে নেমেছে বলে জানা গেছে। অভিযুক্ত এএসআই–কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। এখন দেখার, তদন্তে কী তথ্য সামনে আসে এবং কী পদক্ষেপ নেয় পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us