দক্ষিণ কলকাতায় ভয়াবহ আগুন! রাতারাতি পুড়ে ছাই ৪০ দোকান

দক্ষিণ কলকাতার রামগড় বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল ৪০টি দোকান। ঘিঞ্জি এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭ ইঞ্জিনের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কীভাবে লাগল আগুন, শুরু হল তদন্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা:  গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে গেল অন্তত ৪০টি দোকান। রাত দেড়টা নাগাদ স্থানীয়রা কয়েকটি দোকান থেকে আগুনের শিখা বেরোতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে। ঘিঞ্জি বাজার এলাকাটি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

দমকলের সাতটি ইঞ্জিন রাতভর চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মকর্তারা মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়াতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Fire

মধ্যরাতে হঠাৎ দাউদাউ আগুনে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। অনেক দোকানদার এসে নিজের দোকান পুড়তে দেখে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দোকানগুলোর ভেতরে থাকা কোনও মালপত্রই আর উদ্ধার করা যায়নি।

আপাতত ক্ষয়ক্ষতির পুরো হিসেব দিতে পারেননি কর্তৃপক্ষ, তবে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।