/anm-bengali/media/media_files/2024/12/16/YtmJ5u7ZDccGQb2QGxS5.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সাড়ে ৩০০-র বেশি পাসপোর্টের তথ্য নিয়ে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কীভাবে এই পাসপোর্টগুলি তৈরি হয়েছিল, কোন কোন নথি জমা পড়েছিল— তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করেছে কেন্দ্রীয় সংস্থাটি। এই টিমে রয়েছেন পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ আধিকারিকরাও।
বিশেষ নজরে রয়েছে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি। কোন থানার কোন আধিকারিক এই পাসপোর্টগুলির ভেরিফিকেশন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুযায়ী একটি পুলিশ আধিকারিকদের তালিকাও প্রস্তুত করছে ED। খুব শীঘ্রই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
/anm-bengali/media/media_files/2024/12/11/oO9ei8TlDR8ESGih1uTJ.jpg)
পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক-সহ কয়েকজন ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোট ৮টি মোবাইল ফোন। এই ফোনগুলিতে মিলেছে বহু পাসপোর্ট ও পরিচয়পত্র সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য, যা পুরো নেটওয়ার্কের হদিস দিতে পারে বলে মনে করা হচ্ছে।
এই জালিয়াতি চক্রে অভ্যন্তরীণ পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে, তা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us