মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১৪ জনের! ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতার মেছুয়া বাজার সংলগ্ন একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় হোটেলে ৮৮ জন অতিথি ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হোটেল থেকে একে একে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের, যাঁদের মধ্যে রয়েছে দুই শিশু এবং ভিনরাজ্যের একাধিক ব্যক্তি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে ফোনে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। অন্যদিকে কলকাতা পুলিশ ঘটনাটির তদন্তে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। হোটেল মালিক এখনও পলাতক।

Modi

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।