২৬ হাজার চাকরি গেল, এবার কি প্রাথমিকেও বড় ঝড়? আজ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত

SSC প্যানেল বাতিলের পর এবার প্রাথমিকের ৩২ হাজার চাকরি কি বাতিল হবে? ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ রায় আজ কলকাতা হাই কোর্টে। বড় আপডেট জানতে পড়ুন।

author-image
Tamalika Chakraborty
New Update
750x450_403869-calcutta-high-court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  SSC-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল ইতিমধ্যেই বাতিল হয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগে। সেই ঘটনায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার প্রার্থী। অভিযোগ উঠেছে, যোগ্য ও অযোগ্য—দু’পক্ষকেই এই দুর্নীতির খেসারত দিতে হয়েছে। এই ঘটনার পর সকলের নজর এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের দিকে।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে প্রায় ৪২ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ ওঠে। তার মধ্যে প্রায় ৩২ হাজার চাকরি ঘিরে এখন বড় প্রশ্ন—এই চাকরিগুলি বহাল থাকবে, না কি বাতিল হয়ে যাবে?

calcutta high court

এই গুরুত্বপূর্ণ মামলার রায় আজ ঘোষণা করবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায়ের দিকেই আপাতত তাকিয়ে রাজ্যের হাজার হাজার শিক্ষক ও চাকরিপ্রার্থী। রায়ের পরেই স্পষ্ট হবে, প্রাথমিকের হাজার হাজার চাকরির ভবিষ্যৎ ঠিক কোন পথে যাচ্ছে।