New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবনের সামনে ইতিমধ্যে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার থেকে তাঁরা বিকাশ ভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভে রয়েছেন। এই পরিস্থিতিতে কলেজ স্কয়ারে বিক্ষোভে নামলেন ২০২২ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণরা। তাঁরা অভিযোগ করেছেন, ২০২২ সালে টেট পরীক্ষায় তাঁরা পাশ করেছেন। তাঁদের কাছে ওএমআর শিট রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়নি। বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে নেমেছেন। তাঁরা কলেজ স্কয়ারে প্রতীকি বেকার মেলা করেন। সেখানে হবু শিক্ষক-শিক্ষিকাদের চপ ভাজতে দেখা যায়, চা বিক্রি করতে ও ঝালমুড়ি বিক্রি করতে দেখা যায়।
/anm-bengali/media/media_files/2025/05/17/Fu5zKcfYISwGbb4eEU0B.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us