New Update
নিজস্ব সংবাদদাতা: রবিবার বাতিল হয়েছে ডার্বি ম্যাচ। এরপরই প্রতিবাদে মুখর হয় ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এসে আরজি কর কাণ্ডের জন্য বিচার দাবি করেন। সমর্থকরা প্রতিবাদ করতে থাকেন। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের প্রতিবাদ মিছিল শুরু হতেই যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ চলে। এরপরেই গোটা এলাকা উত্তপ্ত হয়। বিশাল পুলিশ বাহিনীকে দেখে নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেছেন, "নিরাপত্তা নেই বলে খেলা বাতিল করা হল। তাহলে এত পুলিশ কোথা থেকে এল।"
/anm-bengali/media/media_files/leSGSu12P4diBV1jPitp.png)
/anm-bengali/media/media_files/9ofw72NFbn9BsvGiHlZR.png)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us