শিক্ষকরা চাইছেন চাকরি, পুলিশ দিচ্ছে কেস! বিকাশ ভবনের বিক্ষোভে টালমাটাল প্রশাসন

পুলিশ আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
protest teachers

নিজস্ব সংবাদদাতা:  উত্তেজনা ছড়াল বিকাশ ভবনে। ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ অথচ চাকরি না পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবার তীব্র অশান্তির সৃষ্টি হয়। দুপুরে বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে পড়েন। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। উঠেছে মারধরের অভিযোগও।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল বিধাননগর পুলিশ। অভিযোগ, আন্দোলনকারীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, সরকারি কাজকর্মে বাধা দিয়েছেন এবং বেআইনিভাবে সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করেছেন। একাধিক ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

police fore bikar bhawan

যদিও এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। তাঁদের বক্তব্য, “আমরা কোনওরকম ভাঙচুর করিনি। পুলিশের পক্ষ থেকে কিছু ছবি সামনে এনে আন্দোলনের দিশা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমাদের থামানো যাবে না। আমাদের ন্যায্য চাকরি ফিরে পেতেই হবে।”

এই ঘটনার জেরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে উত্তেজনার পারদ ফের চড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার, প্রশাসনের তরফে আগামী দিনে এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়।