রাজভবনে রাত্রিবাস, সকালেই ফোর্ট উইলিয়ামে বৈঠক—কলকাতায় ব্যস্ত সূচি প্রধানমন্ত্রীর

রাজভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi

নিজস্ব সংবাদদাতা: রবিবার মণিপুর সফর সেরে সরাসরি কলকাতায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফোর্ট উইলিয়ামে শুরু হবে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সম্মেলন, সেই বৈঠকেই যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আসার আগেই শহরে এসে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর পদস্থ আধিকারিকরা। উপস্থিত থাকবেন সেনাপ্রধানরা এবং সিডিএস অনিল চৌহানও।

এই সম্মেলনে মূলত সেনাবাহিনীর সংস্কার ও রূপান্তরের বিষয়েই বিস্তৃত আলোচনা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আগামীর যুদ্ধ কৌশলে তার প্রয়োগ কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও মতবিনিময় করবেন মন্ত্রী ও অফিসাররা। প্রধানমন্ত্রীও প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলে জানা গিয়েছে।

Modi

নিরাপত্তা ঘিরে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগেই এসপিজি মোতায়েন করা হয় রাজভবনে। প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি চলছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও গোটা এলাকা পরিদর্শন করেছেন। রবিবার রাতেই রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে ৯টায় ফোর্ট উইলিয়ামে শুরু হবে বৈঠক। প্রধানমন্ত্রী অংশ নেবেন উদ্বোধনী অধিবেশনে। তবে তাঁর সফর ঘিরে কলকাতা জুড়ে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ। আর আর অ্যাভিনিউ, হাসপাতাল রোড, এজেসি বসু রোড, খিদিরপুর রোড ও রেড রোড এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ।

কয়েকদিন আগেই কলকাতায় এসে মেট্রোর নতুন রুট উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ফের সফরে এসে এবার সেনা সম্মেলনে অংশ নেওয়ায় উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব।