'উৎশবে' ফিরছি না! গ্রাফিতিতে ভরল কলকাতার দেওয়াল

গ্রাফিতি করে প্রতিবাদ জানাচ্ছেন বাংলার মানুষ।

author-image
Tamalika Chakraborty
New Update
grafiti kolkata

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের নৃশংস ঘটনায় সারা বাংলা উত্তাল। সোমবার স্বাস্থ্যভবন অভিযান করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। দাবি মানা না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে সেলব্রেটিরা। নির্যাতিতার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও আন্দোলনে যোগ দিয়েছেন। রাতে যখন অবস্থান বিক্ষোভ চলছে স্বাস্থ্যভবনের বাইরে, সেই সময় শহরের দেওয়ালে গ্রাফিতি করছেন এক মেয়ে।