জেল থেকে জামিন পত্রে মুক্তি! পার্থ চট্টোপাধ্যায়ের পথ এখন বাড়ির দিকে — নিয়োগ ঘুষকাণ্ডে ৩ বছরের বন্দি নাটক শেষ

আজ রাত কিংবা কাল সকালেই জামিন থেকে মুক্তি পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
partha jail.jpg

নিজস্ব সংবাদদাতা:  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বা আগামীকাল সকালে জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। নিম্ন আদালতে ৮ জনের বয়ান রেকর্ড সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আজই পার্থ চট্টোপাধ্যায়ের বেলবন্ড জারি হওয়ার কথা। বেলবন্ড পাওয়ার পরই জেলে থেকে তাকে ছাড়ার আদেশ আসবে।

এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় আর এন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে জেল থেকে জামিন সংক্রান্ত নথি আসার সঙ্গে সঙ্গে আগামীকাল তার মুক্তির সম্ভাবনা ক্রমশ নিশ্চিত হচ্ছে। পার্থের বেলবন্ডের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাকে জেল থেকে মুক্ত করা হবে।

12

৩ বছর আগে, ২৩ জুলাই, ২০২২, নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ক। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলায় শেষ পর্যন্ত তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন। আজ এই প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি বেলবন্ড হাতে জেলমুক্ত হতে চলেছেন।

পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি নিয়ে আদালত ও সংশ্লিষ্ট সূত্রে উত্তেজনা ছড়াচ্ছে, আর রাজনৈতিক মহলে এই ঘটনার দিকে চোখ রাখছে সাধারণ মানুষও।