New Update
/anm-bengali/media/media_files/2025/06/15/VQlHWY4r2gGKzYZuhWxP.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে, যেখানে ফ্লাইটটি যাত্রাবিরতির জন্য থেমেছিল।
এয়ার ইন্ডিয়া ফ্লাইট নম্বর AI180 ঠিক সময়ে রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু পরে বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে একটি কারিগরি সমস্যা ধরা পড়ে। এ কারণে বিমানটি আর উড়তে পারেনি।
/anm-bengali/media/media_files/bRn42W1xl4UxmPzQo0rA.jpg)
ভোর ৫টা ২০ মিনিট নাগাদ বিমানের মধ্যে ঘোষণা করে জানানো হয়, সকল যাত্রীকে বিমান থেকে নামতে হবে। বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান, যান্ত্রিক সমস্যার কারণে নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সব যাত্রীকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছে এবং নতুন ফ্লাইটের ব্যবস্থা করার কাজ চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us