নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ঘোষণা করে জানায়, সকাল ১০টা থেকে প্রতিটি স্কুলে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, রাজ্যে এবার সার্বিকভাবে পাশের হার বেড়েছে। গত বছর যেখানে পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ, এবার তা বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ।
পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা—এই জেলায় ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।
/anm-bengali/media/media_files/FwJIV6cIPhdRXvhTwTUc.jpg)
চলতি বছরে মোট ৯,৬৯,৪২৫ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫৬ হাজার বেশি। এমনকি ৪৯৩ জন পরীক্ষার্থী হাসপাতালে থেকে পরীক্ষা দিয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। এদিন প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। সেই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র অদৃত সরকার। এবার মেধাতালিকার ১ থেকে ১০-এর মধ্যে জায়গা করে নিয়েছে মোট ৬৬ জন পরীক্ষার্থী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us