New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নামে ফেক ফেসবুক প্রোফাইল খোলার অভিযোগ। বিধাননগর থানার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ রাজস্থানের আলওয়ার থেকে এক যুবককে গ্রেফতার করে। ওই যুবককে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গ্রেফতার হওয়া যুবক বিজ্ঞানে স্নাতক বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us