New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নিউ গড়িয়ার একটি আবাসনে এক বৃদ্ধার হাত-পা বেঁধে খাটের তলার থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পঞ্চসায়র থানার পুলিশ। থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে ঘটেছে এই খুনের ঘটনা, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশের দাবি, খুনের আগে সিসিটিভির সংযোগ কেটে দেওয়া হয়েছিল। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us