/anm-bengali/media/media_files/aMRKT2o17g3dnQ5194k9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে নিয়ে বারংবার নিজের অসন্তোষ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। একাধিক বার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের মন্তব্যের জেরে দলকে বিব্রত হতে হয়েছে। এই দ্বন্দ্বের জেরে কুণাল ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থাও নিয়েছে। তবে এবার সম্পূর্ণ খেলা ঘুরিয়ে দিলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/vfL4lG5lMH2pdjvvsjug.jpeg)
তিনি নিজে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে জনসভা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচার করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/AN603qhf3FC5PZ6YrhKN.jpeg)
এই বিষয়ে ট্যুইট করে নিজেই জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, "উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রীর সভা, বৌবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে"। তৃণমূলের বিপুল জয় নিয়ে আশাবাদী তিনি।
/anm-bengali/media/media_files/EzYQvC3mFtOLYNGTqEIM.jpeg)
উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রীর সভা, বৌবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে। pic.twitter.com/V6wdH2Djio
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 23, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us