/anm-bengali/media/media_files/oSKhnKWrWz6NlU0XG3Je.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা:নন্দীগ্রামের ঘটনায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার সরাসরি তৃণমূলকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, "নির্বাচন কমিশনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে যদি রক্তপাত হয়, তাহলে তাদের অনুপস্থিতিতে কি হবে? যেদিন টিএমসি সরকার গঠন করেছে সেদিন থেকেই বাংলায় আইন-শৃঙ্খলার অবস্থা খারাপ। বাংলার সরকার চায় না মানুষ নির্বাচনে অংশগ্রহণ করুক"।
/anm-bengali/media/post_attachments/afea16cb-795.png)
অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার ফলে ওপর মহলের তরফে ইতিপূর্বে কার্যত স্পষ্ট করেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। তৃণমূল ইন্ডিয়া জোটে কংগ্রেসের শরিক বলেই জানানো হচ্ছে। তবে এরই মধ্যে ফের একবার নন্দীগ্রাম ইস্যুকে সামনে রেখে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নয়া কি মোড় আসে তাই এখন দেখার।
#WATCH | North 24 Parganas, West Bengal: On Nandigram incident, Congress MP Adhir Ranjan Chowdhury says, "The Election Commission should take strict action. If, in the presence of the Election Commission and central security forces, there is bloodshed, then what would happen in… pic.twitter.com/arnvuVjf5L
— ANI (@ANI) May 23, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us