New Update
/anm-bengali/media/media_files/6BgjceVC6kbC42oTEGMr.jpg)
নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির সভাপতি পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। যে কোনও মুহূর্তে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম ঘোষণা হতে পারে। তবে কে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হবে তা এখনও জানা যায়নি। তবে এই নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অনুমান করা হচ্ছে, বিজেপি খুব তাড়াতাড়ি নতুন সর্বভারতীয় নতুন সভাপতির নাম ঘোষণা করবে।
/anm-bengali/media/media_files/gGu04LRHptLSNki9iQLa.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us