/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: পঞ্চসায়রের একটি অভিজাত আবাসনে ঘটে গেছে এক ভয়ঙ্কর খুনের ঘটনা। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য ইতিমধ্যেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে একজন আয়া, যাকে সম্প্রতি বৃদ্ধাকে দেখভালের জন্য পরিবার সেন্টার থেকে নিয়োগ করেছিল। আরেকজন ধৃত আয়ার সঙ্গী। পুলিশের অনুমান, একাকী বৃদ্ধ দম্পতিকে টার্গেট করে লুটপাটের ছক কষা হয়েছিল, কিন্তু বাধার মুখে খুন করা হয়। ধৃতদের নাম আশালতা সর্দার ও জালাল। তাঁদের কাছ থেকে খোয়া যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৃদ্ধা বিমলা সর্দার, যিনি বছর উনআশি, এবং তাঁর স্বামী নিউ গড়িয়ার অভিজাত আবাসনে থাকতেন। তাঁদের সন্তানরা কাজের কারণে অন্যত্র থাকতেন। বার্ধক্যজনিত কারণে দম্পতির চলাফেরায় অসুবিধা থাকায়, গত ১৭ আগস্ট সেন্টার থেকে আশালতা সর্দার নামে একজন আয়া নিয়োগ করা হয়। বাড়িতে আগে থেকেই কাজ করতেন মধুমিতা হালদার, যিনি পরিচারিকার কাজ করতেন। আশালতা মূলত বৃদ্ধাকে দেখভালের জন্য ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
ঘটনার দিন, অর্থাৎ শুক্রবার সকালে পরিচারিকা বাড়িতে কাজ করতে এসে দেখেন ভিতরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে বাড়ির মধ্যে নজর দেন। তখনই সিঁড়ির কাছে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের খবর দেন, এবং খবর পৌঁছে থানায়।
পুলিশ জানিয়েছে, আয়া ১৭ আগস্ট থেকে বাড়িতে কাজ শুরু করেছিলেন। সেন্টার থেকেই আয়া নিয়োগ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার তিনি বাড়িতে ঢুকেছেন। কিন্তু এর পর থেকে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই ধরনের ঘটনা আবারও শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us