নেতাজিনগরের পুলিশকর্মীকে পিষে দেওয়া গাড়ির চালক বাংলাদেশি অনুপ্রবেশকারী! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশি অনুপ্রবেশকারীর গাড়িতে মর্মান্তিক দুর্ঘটনার শিকার নেতাজিনগরের পুলিশকর্মী।

author-image
Tamalika Chakraborty
New Update
arrest

নিজস্ব সংবাদদাতা: কলকাতার বুকে ফের ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে কালীঘাট থানার পুলিশের সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত আজাদ শেখ নামে এক বাংলাদেশি নাগরিক গত বছর অক্টোবর মাসে উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, জাল নথির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল সে।

১৮ মে কালীঘাট এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় জখম হন নেতাজিনগর থানার সহকারী সাব-ইনস্পেক্টর (ASI) সুষেণ দাস। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে পুলিশ। আর সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। লাইসেন্সে থাকা নথিপত্র যাচাই করতে গিয়েই সামনে আসে জালিয়াতির চিত্র।

জাল কাগজপত্রের সাহায্যে লাইসেন্স তৈরি করতে আজাদ শেখকে সহায়তা করেছিল আরও এক ব্যক্তি, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গোটা প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে একজন বিদেশি নাগরিক, যার বৈধ কাগজপত্র নেই, তিনি এত সহজে সরকারি লাইসেন্স বানিয়ে শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন?

Kolkata police

পুলিশি সূত্রের দাবি, আজাদ শেখ নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়ে একাধিক জাল নথিপত্র তৈরি করে। এর মাধ্যমে শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ারও চেষ্টা করছিল সে। পুলিশের মতে, এ এক বিপজ্জনক অনুপ্রবেশ ও নাগরিকত্ব-জালিয়াতির প্রমাণ।

এই ঘটনায় বিরোধী শিবির তীব্র কটাক্ষ করেছে রাজ্য প্রশাসনকে। তাঁদের দাবি, সীমান্তে নজরদারির অভাব, ভোট-রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রতি প্রশাসনের নরম মনোভাবই এর জন্য দায়ী।