‘তদন্তে সহযোগিতা করছে না পুলিশ!’— সরাসরি অভিযোগ মহিলা কমিশনের! কলেজেই গোপন রহস্য?

পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল জাতীয় মহিলা কমিশন।

author-image
Tamalika Chakraborty
New Update
law college rape

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজে নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার এক বছরের মধ্যেই ফের রক্তাক্ত হল কলকাতা। এবার দক্ষিণ কলকাতা আইন কলেজের প্রাঙ্গণেই ঘটল নৃশংস গণধর্ষণের ঘটনা। ২৪ বছর বয়সী এক প্রথম বর্ষের আইন ছাত্রী অভিযোগ করেছেন, কলেজ চত্বরে বুধবার সন্ধ্যায় তাঁকে চারজন মিলে ধর্ষণ করে। শুধু তাই নয়, সেই পাশবিক ঘটনার ভিডিও চিত্র মোবাইলে তুলে রাখার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এই মর্মান্তিক ঘটনার পর চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহরে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁদের মোবাইল ফোন থেকে ওই নৃশংস ঘটনার ভিডিও ফুটেজও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

monojit mishra

রবিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন দক্ষিণ কলকাতা আইন কলেজে। কলেজে পৌঁছে তিনি জানান, এই ঘটনার তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে এবং কারোর ‘কিছু না কিছু’ লুকনোর চেষ্টা স্পষ্ট। "পুলিশ কমিশনের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে না,"— এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি India Today-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

এখন প্রশ্ন উঠছে—এতবড় অপরাধের পরও প্রশাসন ও পুলিশ কেন স্বচ্ছভাবে তদন্ত চালাচ্ছে না? কলেজ চত্বরে নিরাপত্তার ঘাটতি, অভিযোগকারিণীর সাহসী পদক্ষেপ, আর পুলিশের নীরবতা—এই তিনের সংঘাতে রোষে ফুঁসছে সাধারণ মানুষ।

এখন গোটা রাজ্যের নজর এই মামলার তদন্তে। কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন, আর বারবার একটাই কথা শোনা যাচ্ছে—আর কত? এবার কি সত্যিই বিচার হবে?