গেট তালাবন্ধ, কিন্তু ভিতরে দগ্ধ দেহ!” বাগবাজারে রহস্যজনক খুনে কাঁপছে এলাকা

গেট ভিতর থেকে তালাবন্ধ, কীভাবে নির্মীয়মাণ বহুতলে খুন করে পুড়িয়ে দেওয়া সম্ভব? উঠছে প্রশ্ন

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: নির্মীয়মাণ বহুতলের একতলা থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দগ্ধ দেহ। ঘটনার পরই এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য ও সন্দেহ। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, এই মৃত্যু "স্বাভাবিক" নয়—বরং খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে, বাগবাজারের নির্মীয়মাণ এক বহুতলে ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে স্থানীয়রা শ্যামপুকুর থানায় খবর দেন। পুলিশ এসে তালাবন্ধ গেট পেরিয়ে ভিতরে গিয়ে উদ্ধার করে এক ব্যক্তির পুরোপুরি দগ্ধ মৃতদেহ।

dead body 3.jpg

তদন্তকারী এক অফিসার জানান, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, দেহ বাইরে কোথাও খুন করে এখানে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেট তালাবন্ধ ছিল, ভিতরে ওই দেহ কীভাবে এল,তা নিয়ে সন্দেহ বাড়ছে।" পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও পরিচয়পত্র বা মোবাইল ফোন মেলেনি। ফলে দেহের পরিচয় এখনও অজানা। মৃত ব্যক্তির ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য, "এই বাড়িতে কেউ থাকে না। অথচ ভিতরে তালা লাগানো অবস্থায় কীভাবে এমন ঘটনা ঘটল, ভাবতেই শিউরে উঠছি।" পুলিশ ইতিমধ্যেই নির্মাণস্থলের মালিক ও কন্ট্রাক্টরের খোঁজ শুরু করেছে। এখন দেখার, এই 'তালাবন্দি খুন' কাহিনীর নেপথ্যে আর কী কী তথ্য বেরিয়ে আসে।