Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/HN43ZArNKO8bjVr0XITI.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতাল কাণ্ডে কেঁপে উঠেছে সারা দেশ। রাগে, ক্ষোভে কাঁপছে বাংলার জনগণ। মুম্বইয়ের শিল্পীরা ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা করেছেন। স্বাধীনতার মধ্যরাতে রাস্তা দখলের আন্দোলনে নামেন টলিপাড়ার শিল্পীরা। এবার আরজি কাণ্ডে এবার মুখ খুললেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, 'মা তুমি এসো না। মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নয়। তোমার হবে কী করে? এখানে ধর্ষিত হয় মানবতা।"
/anm-bengali/media/media_files/LP1sx3mSBjFwl6gUtdXn.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us