অগ্নিকাণ্ডের সময় অঘোরে ঘুমাচ্ছিলেন হোটেলের রুমে! ভাগ্য জোড়ে বাঁচলেন মুম্বইয়ের বাসিন্দা

মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে ভাগ্য জোড়ে বাঁচলেন মুম্বইয়ের বাসিন্দা।

author-image
Tamalika Chakraborty
New Update
fire breaks out mechua bazar

নিজস্ব সংবাদদাতা: "রাখে হরি মারে কে"—এই প্রবাদ যেন সত্যি হল বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে। মুম্বইয়ের বাসিন্দা শ্যাম পাণ্ডে ছিলেন হোটেলের ৩০১ নম্বর ঘরে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। চার ঘণ্টা পর দমকল বাহিনী তাঁকে উদ্ধার করে।

mechua fire breaks out

শ্যাম নিজেই জানিয়েছেন, কীভাবে এত বড় দুর্ঘটনার মাঝেও তিনি অক্ষত রইলেন, তা এখনও তাঁর কাছে অবিশ্বাস্য। ভাগ্যক্রমেই তিনি প্রাণে বেঁচে গেছেন বলে মনে করছেন।