'না বলায় বলেছিলেন, দেখে নেব!'— মনোজিতের শাসনে কাঁপত কলেজ, ক্লাস থেকেও তুলে নিয়ে যেত ছাত্রীদের!

মনোজিত ক্লাস থেকে ছাত্রীদের তুলে নিয়ে যেত। আতঙ্কে প্রফেসাররাও কিছু বলতে পারতেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
manojit mishra

নিজস্ব সংবাদদাতা: আইন কলেজের গণ্ডিতে ফের নারকীয় কাণ্ড। কলেজ চত্বরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। ভয়ঙ্কর এই ঘটনায় অভিযুক্তরা কেউ বাইরের নয়, কলেজেরই প্রাক্তন ও বর্তমান ছাত্র। অভিযোগের তীরে সবচেয়ে বেশি যিনি, তিনি মনোজিৎ মিশ্র—প্রাক্তন টিএমসিপি নেতা, বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি বলে দাবি উঠছে।

দীর্ঘদিন ধরেই কলেজের ভেতরে মনোজিতের একচ্ছত্র প্রভাব ছিল বলে অভিযোগ। শুধু সাধারণ পড়ুয়াই নন, অধ্যাপক, নিরাপত্তাকর্মী, এমনকি কলেজের কর্মচারীরাও তাঁর বিরুদ্ধে মুখ খুলছেন এখন।

এক ছাত্রী জানান, কলেজে পা রাখার কয়েক দিনের মধ্যেই বুঝতে পেরেছিলেন, এখানে শিক্ষা নয়, চলে দাদাগিরি আর দমননীতি। তাঁর বক্তব্য, “মনোজিৎ আমাকে বলেছিল, তোমার অনেক ট্যালেন্ট আছে, ইউনিয়নে জয়েন করো। আমি স্পষ্ট জানাই, এসবে আমি নেই। ও বলেছিল, ঠিক আছে... দেখে নেব।”

monojit mishra

আরেক ছাত্রী আরও ভয়াবহ অভিযোগ করেছেন—কলেজ পিকনিকে গিয়ে মনোজিতের হাতে যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে।

একাধিক ছাত্রীর অভিযোগ, ক্লাস চলাকালীন মনোজিৎ এবং তাঁর দলবল এসে ছাত্রছাত্রীদের নাম করে তুলে নিয়ে যেতেন। অধ্যাপকরা পর্যন্ত বাধা দিতেন না, শুধু বলতেন, “তোমাকে ডেকেছে, যাও।” মনোজিতের ইঙ্গিতে তখন গোটা কলেজ চলে বলেই দাবি অনেকের।

অভিযোগ, কলেজের পরিবেশ এতটাই ভয়াবহ ছিল যে ছাত্রীরা ক্লাসে এসে পড়াশোনা নয়, আতঙ্ক নিয়ে দিন কাটাতেন।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এত কিছু জানার পরও কলেজ কর্তৃপক্ষ কেন চুপ করে ছিলেন? কেন মনোজিৎ মিশ্রর মতো দুষ্কৃতিরা কলেজ চত্বরকে রাজত্বের মঞ্চ বানিয়ে তুলল? কাদের ছত্রছায়ায় এতটা সাহস পেলেন মনোজিৎ?