নিজস্ব সংবাদদাতা: টাকা না দিয়েই ১০ প্লেট বিরিয়ানি চাইতে গিয়ে বাধার মুখে পড়তেই ব্যবসায়ীকে মারধর, দোকানে ভাঙচুর,এই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতার নিউটাউন শাপুরজি এলাকায়।
অভিযোগ, অজয় সর্দার নামে এক যুবক স্থানীয় এক বিরিয়ানি দোকানে গিয়ে খাবারের অর্ডার দেন, কিন্তু টাকা দিতে অস্বীকার করেন। দোকানের কর্মীরা বিনা মূল্যে খাবার দিতে রাজি না হওয়ায় শুরু হয় তাণ্ডব। দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি দোকানের মালিক রূপম বিশ্বাসকেও মারধর করা হয়।
আক্রান্ত ব্যবসায়ী রূপম বিশ্বাস, যিনি পাথরঘাটার বাসিন্দা, ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, অভিযুক্ত যুবক প্রায়ই দোকানে এসে বিনা মূল্যে খাবার নেওয়ার চেষ্টা করত এবং তোলাবাজির মতো আচরণ করত। ঘটনার সময় রূপম দোকানে ছিলেন না, পাশের বাড়িতে খেতে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে অভিযুক্ত দোকানের কর্মচারীদের কাছ থেকে ১০ প্লেট বিরিয়ানি দাবি করে, কিন্তু টাকা দিতে অস্বীকার করে। কর্মচারীরা দিতে রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে দোকানে তাণ্ডব চালায়।
/anm-bengali/media/media_files/NKfVPkpsEzGMvB96lQOV.jpg)
রূপম ফিরে এসে প্রতিবাদ করতেই অজয় সর্দার তাঁকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর বাড়ি ফিরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রূপম। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। নিউটাউন শাপুরজি এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।