/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দমদমের মাঠকল এলাকায় একটি পানশালায় মদ্যপান নিয়ে বচসার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার গভীর রাতে, প্রায় ১টা নাগাদ, তিনজন যুবক ওই পানশালায় যায়। সেখানে মদ্যপান নিয়ে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। কথা কাটাকাটি বাড়তে থাকায় এক সময় যুবকরা উত্তেজিত হয়ে ওঠে।
তাদের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে। ঠিক সেই সময় পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র সেখানে পৌঁছন। পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, পিন্টু রুদ্রের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরেই দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গভীর রাতে এমন সশস্ত্র হামলার ঘটনায়।