New Update
/anm-bengali/media/media_files/2025/01/27/9FnAk5RACpyexkpOgPF6.webp)
নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের প্রথম কর্মদিবসে আবারও অফিস সময়ে মেট্রো রেলে বড় ধরণের সমস্যা দেখা দিল। মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন বা ‘রেক’ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এর ফলে প্রায় এক ঘণ্টা দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। এই সময়ে গড়িয়া বাজার (বৃজি) থেকে দমদম পর্যন্ত মেট্রো স্বাভাবিকভাবে চলছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NxqUELJ90eeBhInibvOB.jpg)
সকালে অফিসগামী ভিড়ের সময় এই বিভ্রাটে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেকে দেরি করে অফিসে পৌঁছান, কেউ কেউ অন্য যাতায়াতের পথ বেছে নিতে বাধ্য হন। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা চালু হলেও স্বাভাবিক ছন্দ ফেরেনি, এবং ট্রেন চলাচলে এখনও প্রভাব পড়ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us