New Update
/anm-bengali/media/media_files/2025/09/23/heavy-rains-in-kolkata-1-2025-09-23-08-09-58.webp)
নিজস্ব সংবাদদাতা: গতকাল কলকাতার অনেক জায়গায় জল জমে কোমর সমান উচ্চতায় পৌঁছে গিয়েছিল। অনেক বাড়ি ও দোকানও জলমগ্ন হয়েছিল। বুধবার সকাল হলেও শহরের বিভিন্ন জায়গায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাস্তায় এখনও হাঁটু সমান জল দেখা যাচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/oPx1qBYO6pgaIoVAkSxU.jpg)
গড়িহাট ও বালিগঞ্জের কিছু এলাকায় জল নামেনি, যার ফলে স্থানীয় মানুষরা দৈনন্দিন কাজ করতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়ছেন। জমা জলের কারণে সকাল থেকেই বালিগঞ্জ ও গড়িহাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অনেক মানুষকে হাঁটু পর্যন্ত জলে পা ভিজিয়ে অফিস বা বাজারে যেতে হচ্ছে।
শহরের একাংশে জল নেমেছে, আবার অন্য অংশে এখনো জলমগ্ন রাস্তায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি শহরবাসীর জন্য বড় ধরনের ঝুঁকি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us