নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির পর এবার কলকাতার বুকে স্কুল পুলকারে আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার সকালে বালিগঞ্জের শিক্ষা সদন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। তবে ঘটনার সময় বাসে কোনও পড়ুয়া না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পড়ুয়াদের স্কুলে নামানোর পর বাসটি পার্ক করা ছিল। তখনই আচমকা বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে, পরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের দ্রুত তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে অভিভাবকরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, গাড়িটি পার্ক থাকা অবস্থায় আগুন লাগায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে, তবে বাসটি যদি পড়ুয়ায় ভর্তি থাকত, তাহলে ভয়াবহ বিপদ ঘটতে পারত।
/anm-bengali/media/media_files/2025/03/12/4hMRIOxNSjlde28Fq9AX.JPG)
উল্লেখ্য, এর আগের দিনই শিলিগুড়িতে পড়ুয়াদের ভর্তি থাকা একটি পুলকারে ভয়াবহ আগুন লাগে। সেখানে অন্তত ১৪ জন পড়ুয়া ছিল, তবে চালকের তৎপরতায় তারা অল্পের জন্য রক্ষা পায়। কলকাতার এই ঘটনায় ফের স্কুল বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকেই নজর অভিভাবকদের।