বাতিল প্রচুর লোকাল ট্রেন, বদলে দেওয়া হল এক্সপ্রেস ট্রেনের টাইমটেবিল

রবিবার সাধারণত অফিস-কাছারি, স্কুল-কলেজ ছুটি থাকে। সেক্ষেত্রে যাত্রীদের ভিড় কম দেখা যায়। তবে আপনার এই লাইনে কোথাও যাওয়ার প্ল্যানিং থাকলে হাতে সময় নিয়ে রওনা দেওয়া উচিত। নাহলে দুর্ভোগের মধ্যে পড়বেন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
 passenger train in the Howrah Division

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রবিবার এমনিতেই বেশ কিছু ট্রেন কম দেখা যায় বিভিন্ন লাইনে। আগামী রবিবার রেল লাইনে কাজের জন্য আরও একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের মেনটেনেন্সের কাজ থাকবে এই রবিবার। সেই কারণে পাওয়ার ব্লকের জন্য বেশ কিছু ট্রেন রবিবার বাতিল করে দেওয়া হচ্ছে ওই লাইনগুলিতে।

হাওড়া থেকে বাতিল করা হচ্ছে ৩৭৩১৫ ও ৩৭৮৩১ লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৭৮৩৬ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৪ ও ৩৭৭৪৯ লোকাল। নৈহাটি থেকে বাতিল ৩৭৫৩৩ লোকাল। তারকেশ্বর থেকে বাতিল করে দেওয়া হল ৩৭৩২৬ লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ০৩০৯৬ লোকাল।

এর পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে আগামী রবিবার। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল রবিবার নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালও আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে রওনা দেবে।

বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেরও সময়সূচিতে পরিবর্তন এসেছে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জারের যাত্রা শুরু যথাক্রমে এক ঘণ্টা, আধ ঘণ্টা, ২০ মিনিট ও ২০ মিনিট করে পিছতে পারে।

hiring.jpg