একের পর এক বোমাবাজি, পুলিশ ঘেরাও! বদলি করা হল মহেশতলার শীর্ষ আধিকারিকদের

বদলি করা হল মহেশতলার এসডিপিওকে।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষের জেরে ক্রমেই অশান্ত হয়ে উঠেছে এলাকা। পরপর অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই ঘটনার পরই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে।

মহেশতলার এসডিপিওকে বদলি করে পাঠানো হয়েছে স্টেট আর্ম পুলিশের থার্ড ব্যাটেলিয়নে। পাশাপাশি, রবীন্দ্রনগর থানার আইসিকেও সরিয়ে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। পুলিশের একাংশ মনে করছে, এলাকা নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি ফেরাতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল।

maheshtala clash

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ প্রথমে পর্যাপ্ত তৎপরতা দেখায়নি। এর পরেই উচ্চপর্যায় থেকে রদবদলের নির্দেশ আসে। প্রশাসন জানিয়েছে, এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।