সকাল সকাল খুব খারাপ খবর!

এবার এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে বেশ কিছু ট্রেন পরিষেবা। কোন কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল সেগুলি বাড়ি থেকে বেরোনোর আগেই দেখে নিন তালিকা থেকে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
 passenger train in the Howrah Division

নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহের শেষে শিয়ালদহের একাধিক শাখায় বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। একদিন আগেই বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে পূর্ব রেল। সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হবে হাওড়া থেকেও। রেলের ট্র্যাকের রক্ষানাবেক্ষণ, ওভারহেড ও সিগন্যালের কাজের জন্য আগামী ২৬ নভেম্বর রবিবার বেশ কিছু সেকশনে চালু থাকবে পাওয়ার ব্লক। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে ফের যাত্রী দুর্ভোগ বাড়ছে সেটা বলাই বাহুল্য। ট্রেন বাতিল করা হচ্ছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খনা-গুমানি বিভাগে।

বাতিল: 

হাওড়া থেকে: 37315

ব্যান্ডেল থেকে: 37534, 37749

নৈহাটি থেকে: 37533

তারকেশ্বর থেকে: 37326

কাটোয়া থেকে: 37748, 03095

আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬

বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল: 

37328 তারকেশ্বর – হাওড়া লোকাল 

32234 ডানকুনি – শিয়ালদহ লোকাল 

12348 রামপুরহাট – হাওড়া এক্সপ্রেস 

12338 বোলপুর – হাওড়া এক্সপ্রেস 

03083 কাটোয়া – হাওড়া প্যাসেঞ্জার 

31151 শিয়ালদহ – বর্ধমান লোকাল