নিজস্ব সংবাদদাতা: জ্যোতির কলকাতা সফর এবার আতশ কাঁচের তলায়। জ্যোতির বিরুদ্ধে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগ আসার পরেই নড়েচড়ে বসেছে লালবাজার। জ্যোতি কলকাতায় কবে কবে এসেছিলেন, কার কার সঙ্গে দেখা করেছিলেন, কী কী করেছিলেন সমস্ত কিছু জানতে চাইছে লালবাজার। জ্যোতির ইউটিউব চ্যানেল থেকে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি কলকাতা এসেছিলেন। ইউটিবার কমিউনিটির একজনের বিয়ের অনুষ্ঠানে তিনি কলকাতা এসেছিলেন। কলকাতাতে আসার পর তিনি ব্যারকপুর গিয়েছিলেন বিরিয়ানি খেতে। এই নিয়ে যথেষ্ঠ সন্দেহ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের বাইরের কোনও বাসিন্দা শুধু বিরিয়ানি খেতে ব্যারাকপুর যাবেন কেন? জানা গিয়েছে, বাংলার একজন ট্রাভেল ব্লগারের সঙ্গে তিনি ব্যারাকপুরে বিরিয়ানে খেতে গিয়েছিলেন। প্রসঙ্গত, ব্যারাকপুরে সেনাঘাঁটি ও বিমানঘাঁটি রয়েছে। ব্যারাকপুরের মণিরাম ঘাট থেকে তাঁরা শেওড়াফুলি গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে করে জ্যোতি লিলুয়া যান। সেখানেই এক বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন। ব্যারাকপুরের বিরিয়ানির ব্লগিংয়ের বাইরে জ্যোতি আর কিছু ভিডিও করেছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, জ্যোতি হাওড়া স্টেশন, রবীন্দ্র সেতু ও শিয়ালদহ স্টেশন নিয়ে একাধিক ব্লগ করেন। সেখানেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। প্রসঙ্গত, ভারতের ব্যস্ত রেলস্টেশনের মধ্যে অন্যতম শিয়ালদহ ও হাওড়া স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন।
/anm-bengali/media/media_files/2025/05/20/f57QmypmNH9zVQooWjN8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us