New Update
/anm-bengali/media/media_files/Ncynbg3qOb57wqeyTAiV.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার ধর্মতলায় অমিত শাহের ভাষণের পর থেকে একের পর এক প্রতিক্রিয়া টুইট করে দিচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বুধবার ফের একবার টুইট করে বলেন, '২০২১ সালে বক্তৃতার জন্য যে লিখিত বয়ানটি নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি করেও হেরেছিলেন, আজ এতকাল পর তাড়াহুড়োতে আবার সেই নোটিশটাই নিয়ে এসেছিলেন। আবার একই কথা। আবার ওরা হারবে।'
2021-এ বক্তৃতার জন্য যে লিখিত বয়ানটি নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি করেও হেরেছিলেন, আজ এতকাল পর তাড়াহুড়োতে আবার সেই নোটশিটটাই নিয়ে এসেছিলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 29, 2023
আবার একই কথা।
আবার ওরা হারবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us