New Update
/anm-bengali/media/media_files/tfxYVJvJRn9N6MwbmasI.jpg)
নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় অমিত শাহের সভাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইট করে তিনি বলেন, 'সুপারফ্লপ জমায়েত বিজেপির।ওটা সভা?
মঞ্চের সামনে, পাশে, পিছনে, চওড়া রাস্তা জমায়েত নেই, জায়গা ছোট করা। সামনে চেয়ার দিয়ে জায়গানষ্ট। ছাড়া ছাড়া লোক। মেট্রো পর্যন্তও লোক নেই। স্বতঃস্ফূর্ততা নেই। বহিরাগত অনেকে। তৃণমূলের মঞ্চের শুধু পিছনে যে লোক থাকে, বিজেপির সভায় সেটুকুও নেই।'
সুপারফ্লপ জমায়েত বিজেপির।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 29, 2023
ওটা সভা?
মঞ্চের সামনে, পাশে, পিছনে, চওড়া রাস্তা জমায়েত নেই, জায়গা ছোট করা। সামনে চেয়ার দিয়ে জায়গানষ্ট। ছাড়া ছাড়া লোক। মেট্রো পর্যন্তও লোক নেই। স্বতঃস্ফূর্ততা নেই। বহিরাগত অনেকে।@AITCofficial র মঞ্চের শুধু পিছনে যে লোক থাকে, বিজেপির সভায়…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us