New Update
/anm-bengali/media/media_files/2024/12/11/86ZtxBOI4bUGIvXuo5xf.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় আজ নেমে এল মরশুমের সবচেয়ে ঠান্ডা সকাল। প্রথমবার শহরের পারদ ১৫ ডিগ্রির নিচে গিয়ে দাঁড়াল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কম। গতকাল প্রথমবার ১৫ ডিগ্রির ঘরে নেমেছিল শহরের তাপমাত্রা, আর আজ আরও ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ফলে সকাল থেকেই রাস্তায় নেমে এসেছে শীতের স্পষ্ট ছাপ—হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর বেলা বাড়লেও তাপমাত্রা তেমন বাড়ছে না।
শহরবাসীর মনে এখন একটাই প্রশ্ন—এবার কি তবে ঠিকঠাক শীত নেমে গেল কলকাতায়?
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/11/1000125540.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us