শিয়ালদহে যুদ্ধক্ষেত্র! জলকামান, কাঁদানে গ্যাস, ৮৪০ পুলিশ ঘিরে ধরল শিক্ষক আন্দোলন!

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের রুখতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করল কলকাতা পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে নজিরবিহীন পুলিশি মোতায়েন দেখা যায়। মোট ৮৪০ জন কনস্টেবল, ২৫টি র‌্যাফ বাহিনী, ৫ জন এসিপি, ১২ জন ইন্সপেক্টর, ৬০ জন সাব-ইন্সপেক্টর, ১৫০ জন মহিলা পুলিশ, সঙ্গে জলকামান ও কাঁদানে গ্যাস—পুরো এলাকা পরিণত হয় একপ্রকার পুলিশি দুর্গে। ঘটনাস্থলে পৌঁছে যান একাধিক আইপিএস অফিসারও।

teachers protest

সাড়ে ১০টা বাজতেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের কাউকে দেখলেই পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে নেয়। অভিযোগ উঠেছে, অনেকেই আন্দোলন করতে আসেননি—তাঁরা যাচ্ছিলেন মাদ্রাসা বোর্ডে একটি ডেপুটেশন জমা দিতে। কিন্তু তাঁদের ‘নবান্নমুখী’ ভেবে জোর করে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে।

এদিন আরও একাধিক শিক্ষক-শিক্ষিকাকে একইভাবে কোনও জিজ্ঞাসা না করেই ধরে নিয়ে যায় পুলিশ। কারও নাম জিজ্ঞেস নয়, কোথায় যাচ্ছেন জানার প্রয়োজন নেই—শুধু শিক্ষক আন্দোলনকারীর মত দেখালেই গাড়িতে তোলা হচ্ছে।

পুরো এলাকা জুড়ে এক অঘোষিত জরুরি অবস্থার ছবি—কোনও অনুমতি নেই, কোনও ব্যাখ্যা নেই, শুধু “তুলে নিয়ে যাও!”