নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে পারফর্ম করতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর হস্তক্ষেপের পরেই ব্যান্ডটিকে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীকে এই ঘটনার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে রাজ্যপালের ওএসডি সন্দীপ কুমার সিং বলেছেন, "কলকাতা পুলিশের ব্যান্ডটির জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছিল। সেখানেই তাদের পারফর্ম করতে বলা হয়েছিল। এই নির্দেশ আসার পরেই আমি কলকাতা পুলিশের ব্যান্ডটিকে তাদের জন্য উপযুক্ত জায়গা করে দিয়েছিলাম। কলকাতা পুলিশের ব্যান্ডটি সেখানে পারফর্ম করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডের সেই অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য দেখেন।"
In the At Home, the Kolkata Police band set was assigned a space different from the usual practice. When this was pointed out, I intervened and called the Police bandset and gave them a suitable place where they continued to perform. I also explained it to the Chief Minister and… https://t.co/BMKox55hmQ
— ANI (@ANI) January 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us