রেনকোট পরে ঠাকুর দেখা, জমা জলের ধারে সেলফি – জলমগ্ন পুজোয় অন্যরকম দৃশ্য

জলমগ্ন কলকাতায় রেনকোট পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন শহরবাসী।

author-image
Tamalika Chakraborty
New Update
Durga puja

নিজস্ব সংবাদদাতা: সোমবার রাতভর প্রবল বর্ষণে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও শহরতলি। সর্বত্র জল দাঁড়িয়ে গেছে, রাস্তাঘাট ভেসে গেছে, বহু জায়গায় প্রবেশ করলেই হাঁটু বা কোমর সমান জল। এমন অবস্থাতেও থামেনি শহরের ‘পুজোপ্রেমীদের উন্মাদনা’। দ্বিতীয়ার সকালেই অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

বর্ষার দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। কোথাও মণ্ডপের ভিতরে, কোথাও বা বাইরে জল জমে গিয়েছে। তবুও জমা জল উপেক্ষা করেই ভক্তদের ভিড় বেড়েই চলেছে। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজোয় সেই ছবি সবচেয়ে বেশি চোখে পড়ল।

dddddd

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত এই পুজো বহু বছর ধরেই জনপ্রিয়। মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এই পুজোর। সেই থেকে প্রতিদিন ভিড় উপচে পড়ছে। কিন্তু টানা বৃষ্টিতে এবার জল দাঁড়িয়েছে মণ্ডপের সামনেই।

জমা জলে দাঁড়িয়েই কেউ ছবি তুলছেন, কেউ আবার রেনকোট পরে বা ছাতা মাথায় ঠাকুর দর্শন করছেন। ফলে জলমগ্নতা যেন মানুষকে আটকাতে পারেনি, বরং বাড়িয়ে দিয়েছে পুজোর আবেগ আর উচ্ছ্বাস।