সরকারি পদে থেকে কোটি টাকার সম্পত্তি! দুর্নীতি দমন শাখার জালে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার গ্রেফতার! দুর্নীতি দমন শাখার জালে সরকারি আধিকারিক। অভিযোগ, বেতনের বাইরে কোটি টাকার সম্পত্তি। তদন্তে নেমে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা:দুর্নীতির অভিযোগে ফের কলকাতা পুরসভায় চাঞ্চল্য! গ্রেফতার হলেন কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (Anti Corruption Branch) তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই পার্থ চোঙদারের নামে অস্বাভাবিক সম্পত্তি ও আয় নিয়ে অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি পদে থেকে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত অর্থ অর্জন করেছেন। তদন্তে দেখা যায়, তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন পরিমাণ টাকা রয়েছে যা সরকারি বেতনের সঙ্গে কোনও ভাবেই মেলে না।

দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফে।

পুলিশের তরফে জানা গিয়েছে, পার্থ চোঙদারের বিরুদ্ধে বেআইনি সম্পত্তি অর্জন, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তাঁর কলকাতা ও সংলগ্ন এলাকায় থাকা একাধিক বাড়ি, জমি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তকারীরা তাঁর কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বলেও সূত্রের খবর।

arrested a

তদন্তে আরও জানা গিয়েছে, পার্থ চোঙদার দীর্ঘদিন ধরে পুরসভার নির্মাণ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তিনি একাধিক ঠিকাদার ও প্রকল্প সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন। পুলিশের সন্দেহ, এই যোগাযোগের মাধ্যমেই গোপনে টাকার লেনদেন হয়েছে।

তাঁকে আজ আদালতে তোলা হতে পারে। দুর্নীতি দমন শাখা জানিয়েছে, “আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি যে সরকারি পদে থেকে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে আয় লুকিয়েছেন। তদন্ত চলবে।”

ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা পুরসভা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, “পুরসভার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”