জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে অনীহা! কী কারণ দেখাল কামারহাটি পুরসভা

কামারহাটি পুরসভা জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার বিষয়ে নতুন কারণ দেখাতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
jayanta singh house

নিজস্ব সংবাদদাতা: কামারহাটিতে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার বিষয়ে হাইকোর্ট নির্দেশ দিলেও তমুল অনীহা দেখাচ্ছে পুরসভা। কামারহাটি পুরসভাকে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। কিন্তু কামারহাটি পুরসভার তরফে ফের হাইকোর্টে আবেদন করে, সেই সময় যেন বাড়ানো হয়। কারণ, এত বড় বাড়ি ভাঙতে তাদের সময় লাগবে। এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি জানান, "আগে দুটো তালা অন্তত ভাঙুন।" কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, এত সরু গলিতে প্রবেশ করতে পারবে না জিসিবি বা বাড়ি ভাঙার অন্যান্য সরঞ্জাম। পাশাপাশি তারা দাবি করেছে, এই বাড়ি ভাঙার মতো সরঞ্জাম তাদের নেই। দেখার বিষয়ে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার কাজ কবে শুরু করে কামারহাটি পুরসভা। 
jayanta singh