/anm-bengali/media/media_files/o9EO80jDHVKNQJ28kM5H.jpg)
নিজস্ব সংবাদদাতা: চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৫৬ লক্ষ টাকারও বেশি অর্থ। ঘটনাটি সামনে আসতেই তোলপাড় রাজনৈতিক মহলে। সাংসদের দাবি, তিনি নিজে কোনও লেনদেন করেননি। অথচ তাঁর সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই বিপুল অঙ্কের টাকা গিয়েছে এক নিষ্ক্রিয় অ্যাকাউন্টে, যা নাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় রয়েছে।
জানা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কলকাতার কালীঘাট শাখায়। সেখান থেকেই ধাপে ধাপে টাকা উধাও হয়েছে। প্রথমে সন্দেহ হয় অনলাইন প্রতারণার। কিন্তু তদন্তে আরও জটিলতা ধরা পড়েছে। সূত্রের খবর, যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, সেটি সাংসদের নিজেরই পুরনো, কিন্তু বহুদিন ব্যবহৃত নয় এমন একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। প্রশ্ন উঠছে — নিষ্ক্রিয় অ্যাকাউন্টে টাকা ঢুকল কীভাবে? এবং সেই অ্যাকাউন্ট থেকে পরে সেই অর্থ গেল কোথায়?
ঘটনার পরেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এটি কোনও সাধারণ সাইবার প্রতারণা নয়, বরং ব্যাঙ্কের ভিতরের চক্র ছাড়া এ কাজ সম্ভব নয়। তিনি জানিয়েছেন, “আমার সম্মতি ছাড়াই টাকা সরানো হয়েছে। আমার অ্যাকাউন্টে ঢোকার সুযোগ কে পেল, তা জানতেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/djIY6A8OA9lfLyRIRigf.jpg)
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কালীঘাট ও হাইকোর্ট— দুই শাখার মধ্যে টাকা স্থানান্তরের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। লালবাজারের সাইবার সেলও যুক্ত হয়েছে তদন্তে। কীভাবে সাংসদের তথ্য বা পিন নম্বর ব্যবহার করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশায় একজন বিশিষ্ট আইনজীবীও। তাই ব্যাঙ্কিং সিকিউরিটি বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক বলেই পরিচিত। ফলে তাঁর অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা উধাও হওয়ায় আরও ধোঁয়াশা তৈরি হয়েছে।
তৃণমূলের অন্দরমহলেও এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক নেতা বলছেন, “যদি সাংসদের অ্যাকাউন্ট নিরাপদ না থাকে, সাধারণ মানুষের টাকাই বা কতটা সুরক্ষিত?”
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us