নিজস্ব সংবাদদাতা: এসএসকেএম থেকে জুনিয়র চিকিৎসকদের মিছিল করে ওয়াই চ্যানেলে যাওয়ার কথা ছিল। সেখানেই তাঁদের কর্মবিরতি তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু মেট্রো চ্যানেলের কাছেই পুলিশের সঙ্গে বচসা হয় জুনিয়র চিকিৎসকদের। এক জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতন, লাথি মারার অভিযোগ ওঠে। জুনিয়র চিকিৎসকরা সেখানেই অবস্থানে বসে যান। পুলিশকে ক্ষমা চাইতে হবে। না হলে তাঁরা অবস্থান তুলবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন।
জুনিয়র চিকিৎসকদের অবস্থানের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধর্মতলার একাংশ অবরুদ্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। মেট্রো চ্যানেলের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের তরফে তাঁদের এই পর্যন্ত মিছিলের অনুমতি ছিল বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করেন। তাঁরা পুলিশকে জানান, তাঁদের কিছু কর্মসূচি রয়েছে। তাঁরা এখান থেকেই তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। ওয়াই চ্যানেলে তাঁরা বসার কথা জানালে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারই মাঝে জুনিয়র চিকিৎসকদের আর একটি দল যারা ওয়াই চ্যানেলে সাংবাদিক বৈঠকের জন্য কিছু আসবাবপত্র নিয়ে এসেছিল। একটি গাড়িতে করে আসবাবপত্র নিয়ে আসা হয়েছিল। সেই গাড়িটি পুলিশ আটকায় বলে অভিযোগ। সেখানে কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us