“এক লক্ষ পদ ফাঁকা, তবু নিয়োগ কোথায়?”— পথে SSC ও TET প্রার্থীরা, উত্তাল হতে চলেছে রাজ্য

SSC ও TET প্রার্থীদের বিক্ষোভে কাঁপল কলকাতার রাজপথ।

author-image
Tamalika Chakraborty
New Update
teachers protest aa

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ফের রাস্তায় নামছেন চাকরিপ্রার্থীরা। ২০২৫ সালের নতুন এসএসসি প্রার্থীরা এবার দাবি তুলেছেন অতিরিক্ত শূন্য পদে নিয়োগের। তাঁদের অভিযোগ, রাজ্যে প্রায় এক লক্ষ পদ ফাঁকা থাকলেও নিয়োগ হচ্ছে না। শুধু তাই নয়, ২০২৩ সালের টেট পরীক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে রেজাল্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ চালাচ্ছেন। এবার তাঁরা একসঙ্গে পথে নামবেন। করুণাময়ী থেকে শুরু হবে এই মিছিল। ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চাকরিপ্রার্থীদের দাবি, আন্দোলন আরও বড় আকার নেবে, যদি সরকার দ্রুত পদক্ষেপ না করে।

teachers protest  2