New Update
/anm-bengali/media/media_files/2025/08/03/students-2025-08-03-23-33-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শিক্ষা দফতর সূত্রে খবর, দীর্ঘ ওবিসি জট কাটতেই আজ প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। সুপ্রিম কোর্টের লিখিত ছাড়পত্র হাতে পেলেই বোর্ড ফল প্রকাশের সিদ্ধান্ত নেবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/wSNsyqDeiRzEEGfFO0tV.jpg)
বোর্ড সূত্রে জানা গেছে, জয়েন্টের ফল ইতিমধ্যেই তৈরি রয়েছে, শুধু সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষা। খবর পাওয়া গেছে, আজ দুপুর ২টায় রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর বিকেল ৪টায় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকাও ঘোষণা করা হবে।
স্মরণীয়, গত ৭ অগস্ট জয়েন্টের ফল প্রকাশ হওয়ার কথা ছিল। তবে ওবিসি সংক্রান্ত জটের কারণে তা পিছিয়ে যায়। ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী দীর্ঘদিন ধরে ফলের জন্য অপেক্ষা করতে হয়েছিল। আজ সেই অনিশ্চয়তা দূর হতে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us