জামিন মিলল, কিন্তু জয়ন্ত সিং জেলেই! হাইকোর্টের শর্তসাপেক্ষ নির্দেশ

শর্তসাপেক্ষে জামিন পেলেন আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং।

author-image
Tamalika Chakraborty
New Update
jayanta singh 2


নিজস্ব সংবাদদাতা: মিলল জামিন, কিন্তু জেলের অস্বস্তি কাটল না। আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংকে এখনও জেলেই থাকতে হচ্ছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী-এর বেঞ্চ এক মামলায় তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন, কিন্তু শর্তসাপেক্ষে।

হাইকোর্ট সূত্রে জানা গেছে, জয়ন্ত সিং ভারতীয় দণ্ড সংহিতার ১১১ নম্বর ধারায় দায়ের হওয়া একটি মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত তাকে ব্রাহ্মপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে। সঙ্গে সঙ্গে তদন্তে প্রতিনিয়ত সহযোগিতা করতে হবে এবং কোনও সাক্ষীর ওপর প্রভাবিত করার চেষ্টা করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে।

calcutta high court

যদিও একটি মামলার জামিন মিলেছে, অন্য একটি মামলার কারণে জয়ন্তর জেলমুক্তি এখন সম্ভব হচ্ছে না। তাই আপাতত তিনি জেলের মধ্যেই থাকবেন।

জানিয়ে রাখা ভালো, গত মাসের শেষ দিকে জয়ন্ত সিং মায়ের অসুস্থতার কারণে ‘মেডিক্যাল গ্রাউন্ডে’ জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন, তবে বিচারপতি শুভ্রা ঘোষের আদালত সেই আবেদন মঞ্জুর করেননি। পুজো চলাকালীনও তার জামিন হয়নি।

তবে এই মামলায় জয়ন্তের জামিনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। চলতি মাসের শেষেই মামলার শুনানি হবে। বিচারপতি জানিয়েছেন, লিগ্যাল পয়েন্ট অনুযায়ী শুনানির পরই জয়ন্তের আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর সেই শুনানি অনুষ্ঠিত হবে।