শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত

হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য।

author-image
Tamalika Chakraborty
New Update
askar gupta

নিজস্ব সংবাদদাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১০ দিনের সম্পূর্ণ বিশ্রামে থাকার কথা থাকলেও, বুধবার সকালে রক্তচাপ ওঠানামা করতে থাকায় তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করা হয় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও। এরপর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং চিকিৎসকরা তাঁকে অন্তত ১০ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেন।

অসুস্থতা সত্ত্বেও মঙ্গলবার ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য। তবে আন্দোলনরত পড়ুয়ারা সরাসরি তাঁর সঙ্গে কথা বলার দাবি জানিয়ে বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য তাঁদের সঙ্গে বৈঠক না করেন, তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Jadavpur University
ফাইল চিত্র

ভাস্কর গুপ্তের স্ত্রী জানিয়েছেন, ২০১৫ সালেও তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে এক সপ্তাহ আইসিইউতে ভর্তি ছিলেন। এবারও রক্তচাপের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের বৈঠক হওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিকেল ৪টার সময়সীমার পর আন্দোলনকারীরা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।