Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/WGmmy4MBFDl2Fj13597F.webp)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সিআইডি পশ্চিমবঙ্গের আরও এক বাসিন্দাকে আটক করল। সিআইডি তাঁকে জেরা করা শুরু করেছে। অনুমান করা হচ্ছে, বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে। কারণে যে আবাসানে বাংলাদেশের সাংসদকে খুন করা হচ্ছে বলে মনে করা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ট্রলি হাতে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তবে বাংলাদেশের সাংসদ আজিমের দেহ এখনও পাওয়া যায়নি, মনে করা হচ্ছে তাঁর দেহ ট্রলি করে পাচার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us