ভিডিও ভাইরাল করে কেরিয়ার ধ্বংস! শর্মিষ্ঠার গ্রেফতারের পরেই নিখোঁজ ওয়াজাহাতকে নিয়ে উঠছে প্রশ্ন

শর্মিষ্ঠার গ্রেফতারের পরেই নিখোঁজ হয়ে গিয়েছেন অভিযোগকারী ওয়াজাহাত খান।

author-image
Tamalika Chakraborty
New Update
SHARMISHTA

নিজস্ব সংবাদদাতা:  "অপারেশন সিঁদুর" বিতর্কে এবার যেন সিনেমাকেও হার মানানো মোড়! কিছুদিন আগেই এই বিতর্কে গ্রেফতার হয়েছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে ভিডিওটি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। আর সেই অভিযোগকারী ওয়াজাহাত খান এখন হঠাৎ করেই নিখোঁজ!

INFLUENCER

ওয়াজাহাতের পরিবার জানিয়েছে, তিনি বিগত কয়েকদিন ধরে ভীষণ মানসিক চাপে ছিলেন এবং বারবার হুমকি পাচ্ছিলেন। কী সেই হুমকি, কার কাছ থেকে — কিছুই স্পষ্ট নয়। কিন্তু এরপরই নিখোঁজ হয়ে যাওয়া যেন নতুন করে আগুনে ঘি ঢালছে।

এখানেই শেষ নয় — এবার ওয়াজাহাতের বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ! কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করছে, যিনি নিজে 'ধর্মরক্ষার' নামে অভিযোগ করছিলেন, তার নিজের অতীত ঘিরেই রয়েছে অনেক সন্দেহজনক দিক। কেউ কেউ বলছেন, ওয়াজাহাত নিজেই এই বিতর্কিত ভিডিও ভাইরাল করতে সাহায্য করেছিলেন, পরে ‘ব্যাকফায়ার’ হতেই মামলা করে দেন।